উখিয়ার বালুখালী উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ফ্লোরা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী উপ-স্বাস্হ্য কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

১৫ সেপ্টেম্বর দুপুরে পরিদর্শনে আসেন ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরার নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল।

এ সময় লাইন পরিচালক (পিএমআর),ডা. মুনসি মোঃ সাদুল্লাহ, লাইন পরিচালক (এনএনএস) ডা. এসএম মোস্তাফিজুর রহমান,পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডা. হাসান শাহরিয়ার কবির,কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান,সহকারী পরিচালক (সমন্বয়), ডা.এ.বি মোঃ শামশুজ্জমান, আইএইচআর এন্ড ফোকাল পারসন, এফডিএমএন, সিডিসি, ডা. মোস্থফা মাহমুদ,ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রোগ্রাম ম্যানেজার (এফডিএমএন)ডা. আরাফাতুর রহমান প্রমুখ সাথে ছিলেন।
পরিদর্শক দল বালুখালী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা ও নিয়োজিত চিকিৎসকদের সেবা কাজের ভূয়সী প্রশংসা করেন।

পরিদর্শক দল কে স্বাগত জানান,বালুখালী উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক গণ।এসময় উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন উপস্থিত ছিলেন।

সীমান্তবাংলা / ১৫ সেপ্টেম্বর ২০২১