উখিয়ায় পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটি কতৃক বিশ্ব মানবাধিকার দিবস পালিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২

 

নুরুল ইসলাম বিজয়, উখিয়া

১০ই ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উখিয়া উপজেলা পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটি কর্তৃক আয়োজিত উখিয়া উপজেলা পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির সভাপতি শেখ সুজন মাহমুদ জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব বদরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সিঃ সহ-সভাপতি জাফর উল্লাহ চৌধুরী, কক্সবাজার জেলা তদন্ত কর্মকর্তা মাওঃ জাফর আলম। উখিয়া তারুণ্যের অভিযাত্রিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিমেল বড়ুয়া হিমু প্রমূখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়। এ বছর বাংলাদেশ ২০২৩-২০২৫ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি)-এর সদস্য নির্বাচিত হয়েছে।

অনুষ্টানে কোরআন তেলওয়াত করেন উপজেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল আবছার,
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হক মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন কমিটির সভাপতি সুভাষ বড়ুয়া, সাগর সহ উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, NGO প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।