ঈদগড়ে করোনা রোগিদের নিয়মিত সেবা দিচ্ছেন ২ যুবক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১

 

কামাল শিশির, রামু;

কক্সবাজার রামুর ঈদগড়ে জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত সেবা দিচ্ছেন সাংবাদিক আবুল কাশেম ও ব্যবসায়ী ইয়াসিন।

ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের সহায়তায় তাহারা ঈদগড়ের করোনা অাক্রান্ত সকল রোগীদেরকে উখিয়া আইসোলেশন সেন্টারে রেফার করেন।

সেখানে রোগীরা উন্নত মানের সেবা গ্রহণ করে সমস্ত রোগী ভালো হয়ে ফিরছে। যা এলাকাবাসীর মনে তাক লাগিয়ে দিয়েছে।

তারা ইতিমধ্যে প্রায় ৪০জনের মতো রোগী উক্ত সেন্টার এ পাটিয়েছেন। এছাড়া করোনা উপসর্গ দেখা দেওয়া লোকজনদেরকে বাড়ী বাড়ী গিয়ে করোনা পরীক্ষার ব্যবস্থাও করে দিচ্ছেন।
ফলে সহজে সেবা পাচ্ছেন রোগীরা।

নিজেরদের করোনা আক্রান্তের কথা না ভেবে প্রতিনিয়ত রোগীদের সেবাই তাহারা নিজেদের নিয়োজিত রেখেছেন।
বলতে গেলে যেখানে করোনা রোগি সেখানে তাহারা উপস্থিত।

সাংবাদিক কাশেম জানান,পরকালের কথা ভেবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য মানবতার কল্যাণে তাহারা এ সেবা দিচ্ছেন

উল্লেখ্য, ঈদগড়ে করোনা রোগিদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাহারা এ নিয়ে নানা প্রচার প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করতেছে।
স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সীমান্তবাংলা / ১৯ আগষ্ট ২০২১