আওয়ামী মৎস্যজীবি লীগ, জালিয়া পালং ৪ নং ওয়ার্ড কমিটি গঠিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১

প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলা‌দেশ আওয়ামী মৎস‌্যজী‌বি লী‌গ জা‌লিয়াপালং ইউ‌নিয়ন শাখার উদ্যো‌গে অাজ সোমবার বিকাল ৩টায় স্থানীয় নিদা‌নিয়া প্রাথ‌মিক বিদ‌্যালয় ‌মিলনায়‌নে এক ব‌র্ধিত সভা সম্পন্ন হ‌য়ে‌ছে। জালিয়াপালং ইউ‌নিয়ন শাখার আহবায়ক এসএম আব্বাস উ‌দ্দি‌নের সঞ্চালনায় অনু‌ষ্টিত মৎস‌্যজী‌বি সমা‌বে‌শে সভাপ‌ত্বি ক‌রেন সালামত উল্লাহ।
এ‌তে প্রধান অ‌থি‌তি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা ক‌মি‌টির আহবায়ক সাংবা‌দিক মোস‌লেহ উ‌দ্দিন, বি‌শেষ অ‌থি‌তি ছি‌লেন যুবলীগ নেতা জিয়াউল হক জিয়া, ছাত্রলীগ নেতা জ‌সিম উ‌দ্দিন শা‌মিম, আওয়ামীগ নেতা আবদুচ ছালাম, আবুল কালাম, রাজাপালং ইউ‌নিয়ন মৎস‌্যজী‌বি লী‌গের যুগ্ন আহবায়ক মো: ইসমাইল র‌নি, বক্তব‌্য রা‌খেন শ‌ফিউল আলম, জ‌সিম উ‌দ্দিন প্রমুখ।
সভায় জা‌লিয়াপালং ইউ‌নিয়‌নের অ‌ধি‌নে ৪নং ওয়া‌র্ডে আহমদ হোসাইন‌কে সভাপ‌তি, জ‌সিম উ‌দ্দিন কে সাধারন সম্পাদক এবং আলী হো‌সেন‌কে সাংগঠ‌নিক সম্পাদক ক‌রে ৬১ সদস‌্য এক‌টি পুর্নাঙ্গ ক‌মি‌টি ঘোষনা করা হয়।


বক্তারা মৎস‌্য সম্প্রদায়ের উ‌দে‌শ্যে ব‌লেন ঐক‌্যই উন্ন‌তির সোপান। ঐক‌্য ছাড়া সামা‌জিক উন্নয়ন করা মো‌টেই সম্ভব নয়। তাই সবাই একতাবদ্ধ হ‌য়ে জন‌নেত্রী শেখ হা‌সিনা সরকা‌রের হাত‌কে শ‌ক্তিশালীসহ নিজ উপকুলীয় জনপ‌দে অসহায় মৎস‌্য জী‌বি‌দের কল‌্যা‌ণে কাজ করার অ‌ঙ্গিকার ব‌্যক্ত করেন।

( সীমান্তবাংলা/ শা ম/ ২৬ জানুয়ারী ২০২১)