উখিয়ায় ১০হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বাংলাদেশ টেলিভিশন উখিয়া উপকেন্দ্র গেইট সংলগ্ন পাঁকা রাস্তার উপর  অভিযান পরিচালনা করে১০হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-১৫

র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বাংলাদেশ টেলিভিশন উখিয়া উপকেন্দ্র গেইটের সামনে কক্সবাজার টু টেকনাফ পাঁকা রাস্থার পশ্চিম পাশের ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ফরিদ উল্লাহ পিতা- সলিম উল্লাহ, মাতা- নুরাংগিছ বেগম, সাং- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১১ বøক -এ , হেড মাঝি- আইয়াছ, সাব মাঝি-নুর মোহাম্মদ, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার’কে ধৃত করে। আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং তার আচরন সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রায় গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

সীমান্তবাংলা /৩০সেপ্টেম্বর/ইবনে