৪০ তম স্প্যান বসানো শেষ, দৃশ্যমান হচ্ছে পদ্মাসেতু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ আজ( ৪ ডিসেম্বর শুক্রবার) পদ্মাসেতুর ৪০ তম স্প্যান বসানোর মধ্য দিয়ে ৬ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। আর একটি স্প্যান বসালেই দৃশ্যমান হবে পদ্মাসেতুর মূল কাঠামোর পুরোটা।

শুক্রবার সকাল ১০টা ৫৮ মিনিটে মাওয়া প্রান্তের ১১ ও ১২ নম্বর খুঁটির ওপর ৪০তম স্প্যানটি বসানো হয় বলে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মো. আব্দুর কাদের জানান।

এ সেতুর ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। এরই মধ্যে জাজিরা প্রান্তে ২০টি এবং মাওয়া প্রান্তে ১৯টি স্প্যান বসানো হয়েছে । আর একটি স্প্যান বসেছে মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝখানে। এখন আর একটি স্প্যান বসানো বাকি রয়েছে।

আব্দুর কাদের বলেন, “এর আগে বৃহস্পতিবার ৪০ তম স্প্যানটি ১১ ও ১২ নম্বর খুঁটির কাছে পজিশনিং করা হয়েছিল। ফলে সকালে অল্প সময়ের মধ্যেই স্প্যানটি স্থাপন করা সম্ভব হয়েছে।

এখন আর একটি স্প্যান বসানো বাকি। বিজয় দিবসের আগেই ১৫০ মিটার দীর্ঘ ৪১ তম স্প্যান বসানোর মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতু পুরোটাই দৃশ্যমান হবে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তারা।
শেষ ৪১তম স্প্যানটি ১৫ ডিসেম্বরের মধ্যে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হবে বলে জানান এ প্রকৌশলী।

( সীমান্তবাংলা/ শা ম/ ৪ ডিসেম্বর ২০২০)