স্বরাষ্ট্রমন্ত্রী র্কতৃক রোহঙ্গিা ক্যাম্পে অগ্নকিান্ডে ক্ষতগ্রিস্থ রোহঙ্গিা ক্যাম্প পরর্দিশন এবং র‌্যাবরে উদ্যোগে ক্ষতগ্রিস্থদরে মাঝে বস্ত্র বতিরণ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২৫, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : স্বরাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এব র‌্যাবের কক্সবাজা‌রের ক্ষতিগ্রস্থ রো‌হিঙ্গা‌দের বস্ত্র বিতরণ

মিয়ানমা‌রের রাখাইন থে‌কে সে‌দে‌শের সেনাবাহিনী কর্তৃক নির্যা‌তিত রো‌হিঙ্গা‌দের হ‌য়ে এ‌দে‌শে আ‌শ্রিত অসহায় মানু‌ষের পা‌শে আ‌সে বি‌ভিন্ন সেবাসংস্থার পাশাপা‌শি আইনশৃংখলা নিয়ন্ত্রণে র‌্যা‌বের অগ্রজ ভু‌মিকা এবং মান‌বিক সহায়তা ক‌রে আস‌ছে।
ব‌র্মি সেনা‌দের বিতা‌ড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলা‌দেশ আন্তর্জাতিক মহলের অনেক প্রশংসাও কুড়িয়েছেন। পাশা‌শি র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ সিভিল প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা বিরল দৃষ্টান্ত স্থাপন করে।

২২ মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হ‌লে অগ্নিকান্ডে প্রাণ হা‌রি‌য়ে‌ছে ১১জন। আগুনে ভস্ম হ‌য়ে‌ছে অন্তত হাজার হাজার বসতঘর।

ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের অন্ন ও বাসস্থান নিয়ে কোন প্রকার সমস্যার সৃষ্টি না হয় সে লক্ষে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি রোহিঙ্গা ক্যাম্পসূহ পরিদর্শন করেছেন।

পরিদর্শন কা‌লে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা ক্যাম্পসমূহ স্বচ‌ক্ষে দে‌খেন এবং এসময়‌ র‌্যাব-১৫, কক্সবাজার এর উদ্যোগে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের মাঝে বস্ত্র বিতরণ করেছে। প‌রিদর্শণকা‌লে উপ‌স্থিত ছি‌লেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরোয়ার কমল, মোস্তফা কামাল উদ্দীন, সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও র‌্যাব-১৫ এর অধিনায়ক উপস্থিত ছিলেন।

 

২৪ মার্চ/এডমিন/ইবনে/মোসলেহ উদ্দিন

 

সংবাদটি শেয়ার করুন