সার্ভ দি পিপলের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন শাহজাদী বেগম আর নেই

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩

 

🖋️ সার্ভ দি পিপলের প্রতিষ্ঠাতা,চেয়ারপার্সন, তৃনমূলের অসহায় নারীদের আশ্রয়স্থল এবং মতিয়া হাসেম ফাউন্ডেশনের কর্নধার ঝালকাঠির শাহজাদী বেগম আর নেই( ইন্না…রাজেউন)। তিনি ১৯ ফেব্রুয়ারি রাত ১০.৩৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

তার মেয়ে কানাডা থেকে আসার পর আাগামীকাল ২১/০২/২০২৩ তারিখ বাদ জোহর রাজধানীর সোবহানবাগ জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে স্বামীর কবরেই তাঁকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর সমাজসেবামূলক কাজকেই জীবনের একমাত্র ব্রত হিসেবে গ্রহন করে তাঁর প্রতিষ্ঠিত সংস্থার মাধ্যমে দেশব্যাপী সেবামূলক উন্নয়ন কাজ শুরু করেন । দেশী-বিদেশী সংস্থার মাধ্যমে তিনি এসব কাজ করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

ঝালকাঠির কৃতিসন্তান শাহজাদী বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। আল্লাহ তায়ালা তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন,আমিন।