সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে বই উৎসব

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০

ঢাকা: নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের চার কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হচ্ছে ঝকঝকে তকতকে নতুন পাঠ্যবই।

এ উপলক্ষে দিনটিকে ‘পাঠ্যপুস্তক উৎসব’ হিসেবে পালন করছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অবশ্য মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে এবারের পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বুধবার (১ জানুয়ারি) সারা দেশে উৎসবটি উদযাপিত হচ্ছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক এবং সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে শুরু হচ্ছে উৎসব।

এবার সারা দেশে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীকে দেয়া হবে ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই। এর মধ্যে প্রাথমিকে ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫টি এবং মাধ্যমিকে ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই। এবারের বিনামূল্যের বই ছাপাতে ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা।

২০১০ সাল থেকে বছরের প্রথম দিন উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করে আসছে সরকার।