রোহিঙ্গা ক্যাম্প থেকে মজুদদারীর অভিযোগে সাবানসহ আটক-১

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ২৫, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত ,উখিয়া;

কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে অভিযান পরিচালনা করে রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত দ্রব্যের কালোবাজারী ও অবৈধ মজুদদারীকে ২১০ পিস সাবানসহ আটক করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা।শুক্রুবার (২৫ জুন) বিকাল ৩টার দিকে লম্বাশিয়া ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

সুত্রে জানা যায়, লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের টহল দল লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ ইস্ট এ অবস্থিত লম্বাশিয়া বাজার হতে রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত দ্রব্যের কালোবাজারী ও অবৈধ মজুদদারীর অভিযোগে ১০৪ পিস এ্যাকটিভ সাবান ও ১০৬ পিস সূর্য সাবানসহ ২১০ পিস সাবান নিয়ে জি-৪ ব্লকের রোহিঙ্গা কাসেম আলীর পুত্র মোঃ ইখলাস মিয়া (২০) ১৪ এপিবিএন ১ নং ইস্ট ক্যাম্পে আটক করে। বিষয়টি সংশ্লিষ্ট ক্যাম্প সিআইসি’ র মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ক্যাম্প পুলিশ কর্মকর্তা জানান।

সীমান্তবাংলা / ২৫ জুন ২০২১