রোহিঙ্গা ক্যাম্পে থেকে কালোবাজারি ও মজুদদারীর চাউল চিনি ও তৈল জব্দ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১

 

মোঃ শহিদ উখিয়া

উখিয়া বালুর মাঠ ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন জওয়ানেরা রোহিঙ্গাদের শেডে অভিযান চালিয়ে অবৈধ মওজুদদারী ও কালো বাজারির বিপূল পরিমাণ চাঊল, চিনি ও ভোজ্য তৈল জব্দ করেছে।

সুত্র জানায়,৮আগষ্ট দুপুর ১টায় বালুরমাঠ পুলিশ ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ২নং রোহিঙ্গা ক্যাম্প (ওয়েষ্ট) এর ব্লক-ই/২ এর বাসিন্দা আশরাফ আলীর পুত্র সৈয়দ আমিন ওরফে ডালু মাঝি কর্তৃক কালোবাজারে বিক্রির জন্য মওজুদকৃত ব্লক-বি/৫এর বাসিন্দা সৈয়দ সালামের পুত্র রোহিঙ্গা রুবেল (২৫) এবং রশিদ আহমদের পুত্র জামাল (২৮) এর শেডে অভিযান চালিয়ে ৫হাজার ৮শ কেজি চাউল, ২শ ৬০ কেজি চিনি, ৪শ ১৯লিটার তৈল জব্দ করা হয়।

উল্লেখ্য,এই চক্র রোহিঙ্গাদের জন্য বন্টনকৃত রেশনের দ্রব্য কালোবাজারী ও মজুদদারী করে চাউল,চিনি ও তৈল দেওয়ার লোভ দেখিয়ে আল-ইয়াকিনের সদস্য সংগ্রহ করার চেষ্টা করছে। অভিযানের সময় তাদেরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

এই ব্যাপারে কক্সবাজার ১৪এপিবিএন অধিনায়ক এসপি নাঈম উল হক জানান, এই ঘটনায় প্রাথমিক তদন্ত ও জড়িত অজ্ঞাতনামাদের নাম ঠিকানা সংগ্রহ সাপেক্ষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প

মোঃ শহিদ উখিয়া

উখিয়া বালুর মাঠ ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন জওয়ানেরা রোহিঙ্গাদের শেডে অভিযান চালিয়ে অবৈধ মওজুদদারী ও কালো বাজারির বিপূল পরিমাণ চাঊল, চিনি ও ভোজ্য তৈল জব্দ করেছে।

সুত্র জানায়,৮আগষ্ট দুপুর ১টায় বালুরমাঠ পুলিশ ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ২নং রোহিঙ্গা ক্যাম্প (ওয়েষ্ট) এর ব্লক-ই/২ এর বাসিন্দা আশরাফ আলীর পুত্র সৈয়দ আমিন ওরফে ডালু মাঝি কর্তৃক কালোবাজারে বিক্রির জন্য মওজুদকৃত ব্লক-বি/৫এর বাসিন্দা সৈয়দ সালামের পুত্র রোহিঙ্গা রুবেল (২৫) এবং রশিদ আহমদের পুত্র জামাল (২৮) এর শেডে অভিযান চালিয়ে ৫হাজার ৮শ কেজি চাউল, ২শ ৬০ কেজি চিনি, ৪শ ১৯লিটার তৈল জব্দ করা হয়।

উল্লেখ্য,এই চক্র রোহিঙ্গাদের জন্য বন্টনকৃত রেশনের দ্রব্য কালোবাজারী ও মজুদদারী করে চাউল,চিনি ও তৈল দেওয়ার লোভ দেখিয়ে আল-ইয়াকিনের সদস্য সংগ্রহ করার চেষ্টা করছে। অভিযানের সময় তাদেরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

এই ব্যাপারে কক্সবাজার ১৪এপিবিএন অধিনায়ক এসপি নাঈম উল হক জানান, এই ঘটনায় প্রাথমিক তদন্ত ও জড়িত অজ্ঞাতনামাদের নাম ঠিকানা সংগ্রহ সাপেক্ষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তবাংলা / ৮ আগষ্ট ২০২১