রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত-২

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩

নুরুল বশর কক্স :-

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দু’সন্ত্রাসী গ্রুপের মধোই গোলাগুলিতে দু’জন নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহতরা উখিয়া কুতুপালং রোহিঙ্গা বলে জানা গেছে।

নিহতরা হলেন-উখিয়ার ক্যাম্প-৬ ডি ক্যাম্প-২ ইস্টের নুর মোহাম্মদ (৩৫) ও ক্যাম্প-৭ এর ব্লক- সি/০৬ এর
আব্দুল হামিদের ছেলে শামসু আলম (২৫)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উখিয়ার ক্যাম্প-৬ ব্লক ডি/৫, ১২ নম্বর সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো.ইকবাল।

তিনি জানান,বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়ার ক্যাম্প-৬ ব্লক ডি/৫, ১২ নম্বর পাহাড় এলাকায় সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যেই আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে।এসময় দুই গ্রুপের মধ্যে আনুমানিক ১২/১৫ রাউন্ড গুলিবিনিময় হয়।উক্ত গোলাগুলিতে নুর মোহাম্মদ নামের একজন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এবং শামসু আলম নামের একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পরবর্তীতে আশেপাশের রোহিঙ্গারা আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ ক্যাম্প-৭ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। কক্সবাজার সদর হাসপাতলে যাওয়ার সময় শামসু আলম মারা যায় বলে তিনি জানান।

তিনি আরো জানান, এঘটনার পর ক্যাম্পে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।