রোহিঙ্গাদের জন্য নতুন ২ কোটি ৬০ লাখ ডলারের মানবিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩

 

ডেস্ক রিপোর্ট ;
মিয়ানমার হতে বিতাড়িত হয়ে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ২ কোটি ৬০ লাখ ডলারের মানবিক সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস মার্কিন সহায়তার কথা ঘোষণা করেন।

নেড প্রাইস বলেন, ‘নতুন এই তহবিল মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তের দুই পাশে অবস্থান করা রোহিঙ্গা সম্প্রদায়ের জীবন রক্ষায় যারা আমাদের অংশীদার তাদের কাজকে সহায়তা দেবে।
তিনি বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে এ তহবিল ঘোষণা পর্যন্ত রোহিঙ্গাদের জন্য ২১০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক চাহিদাগুলো পূরণে তাদের ৮৭ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন। অনুদান কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্যের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হয়েছেন তারা।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্বাচনের পর সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই হামলা বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের একটি সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।