রায়পুরায় উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ১১, ২০২২

মোঃ খায়রুল ইসলাম;
নরসিংদীর রায়পুরায় দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে উত্ত্যক্তের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মে) বিকেলে রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসগর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্ত তরুণের নাম মো. আশিক মিয়া (১৮)। আশিক উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের মো. রতন মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল আশিক মিয়া। সম্প্রতি চূড়ান্ত পর্যায়ে বিরক্ত হয়ে ওই কিশোরী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে ওই তরুণের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে দায় স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন জানান, ওই তরুণ দায় শিকার করায় দণ্ডবিধির ১৮৬০-এর ৫০৯ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে রায়পুরা থানা-পুলিশের সহায়তায় নরসিংদী কারাগারে পাঠানো হচ্ছে।