রামুতে ৫ রোহিঙ্গা যুবক আটক,সবাইকে ১ মাসের সাজা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ৭, ২০২১

 

কামাল শিশির, রামু

কক্সবাজারের রামুতে ৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃত সকল রোহিঙ্গাদের প্রত্যেককে ১মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৭জুলাই) সকালে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে, রামু থানা পুলিশসহ রামু হাসপাতাল এলাকা থেকে এসব রোহিঙ্গাকে আটক করে উপজেলায় নিয়ে আসা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, ভ্রাম্যমান আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ১মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে রামু থানায় তাদের পাঠানো হয়।পরে রামু থানা জেলা কারাগারে প্রেরণ করেন।

সাজাপ্রাপ্ত রোহিঙ্গা আসামীরা হলো যথাক্রমে- আব্দুল আমিনের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২০), আহাম্মদ হোছন এর ছেলে মোহাম্মদ জোবাইর(২০), সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আয়াছ(১৯), মোঃ সালাম মিয়ার ছেলে নুর মোহাম্মদ (১৯), মোহাম্মদ আমিন এর ছেলে নুর হাফেজ (১৯)।এরা সবাই কক্সবাজারের উখিয়া জামতলী,ক্যাম্প-১৫ এর বাসিন্দা।

সীমান্তবাংলা / ৭ জুলাই ২০২১