রামুতে ৪ শতাধিক গরীব -অসহায় মানুষের মাঝে বিজিবির ইফতার বিতরণ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩

 

কামাল শিশির, রামু

রামুতে চার শতাধিক অসহায়, দুঃস্থ, দরিদ্র জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
সোমবার (৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ফরেস্ট অফিস মাঠে এসব ইফতার বিতরণ করা হয়।

বিতরণে উপস্থিত ছিলেন, রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। এসময় তিনি বলেন,
বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে অসহায়, দুঃস্থ, দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নারী ও শিশু পাচার রোধ, অভ্যন্তরীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা সবমসময় আপনাদের সাথে আছি এবং পাশে থাকব।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জসীম উদ্দিন, পিবিজিএম ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহ জেসিও, অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।