রামুতে বনবিভাগের অভিযানে সেমিপাকা ঘর উচ্ছেদ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১

 

এন আলম আজাদ,কক্সবাজার

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকায় বনভূমিতে অবৈধ নির্মিত একটি সেমিপাকা ঘর ভেঙে দিয়েছে বিশেষ টহলদল ও বাঁঘখালী রেঞ্জের বনকর্তা-রক্ষীরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরোয়ার উদ্দীনের উপস্হিতিতে এ উচ্ছেদ অভিযান চালিয়ে বনজমি বেদখল মুক্ত করা হয়। কক্সবাজার উত্তর বন বিভাগের বিশেষ টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতা এলাহী জানান, টাস্ক‌ফোর্স অ‌ভিযা‌নের ভিক্তিতে উত্তর বনবিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।তিনি সরকারী বনভূমির জবর দখলকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান।অভিযানে বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ স‌রওয়ার জাহানও উপস্হিত ছিলেন।

( সীমান্তবাংলা/ শা ম/ ২৩ ফেব্রুয়ারী ২০২১)