সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা তদন্ত করবে পিবিআই

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় করা হত্যা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই নোয়াখালী পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

এদিকে নিহত সাংবাদিক মুজাক্কিরের ব্যবহৃত মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা ও মানিব্যাগ মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারকৃত ফোন ও ভিডিও ক্যামেরাতে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।

এর আগে সোমবার ঘটনাস্থল চাপরাশিরহাট পূর্ব বাজার থেকে সংঘর্ষের ঘটনার সময় কারা গোলাগুলি করেছে, কাদের গুলিতে সাংবাদিক মুজাক্কির নিহত হয়েছেন তা শনাক্ত করার জন্য বাজারের সিসিটিভি ফুটেজ ও সব যন্ত্রপাতি ব্যবসায়ী সমিতির কার্যালয় থেকে উদ্ধার করে পুলিশ।

২৩ফেব্রুয়ারি/কেএম/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন