বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজল কাদের চৌধুরী ভুট্টো

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১০, ২০২২

এম. এ. রহমান সীমান্ত :

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে ৬ষ্ট বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের চৌধুরী ভুট্টো।সম্প্রতি চট্রগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক উক্ত কমিটির অনুমোদনপত্র প্রেরণ করেন বলে জানা গেছে।কমিটিতে সহ সভাপতি আবুল কালাম সওদাগর,সদস্য সচিব প্রধান শিক্ষক সবুজ সেন,
অভিভাবক প্রতিনিধি শামসুল আলম,মাষ্টার আবদুল মোনাফ,মহিলা অভিভাবিকা রোজিনা আকতার,দাতা সদস্য হাজী ছৈয়দ কাসেম,শিক্ষক প্রতিনিধি মাষ্টার হোসাইন আলী ও রোজিনা আকতার প্রমুখ।

উল্লেখ্যঃফজল কাদের চৌধুরী ভুট্টো বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছাড়াও পালংখালী ইউপির নির্বাচিত প্যানেল চেয়ারম্যান,২নং ওয়ার্ডের দ্ধিতীয় বার নির্বাচিত ইউপি সদস্য,পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,জেলাবাসীর অধিকার আদায়ের সংগঠন আমরা কক্সবাজার বাসীর উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক,ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের দায়ীত্ব পালন করছেন।ছাত্রজীবনে ছাত্রলীগের উখিয়া কলেজের সভাপতি-সাধারণ সম্পাদক ,উখিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আহবায়ক,জেলা যুবলীগের সদস্য, বালুখালী বালুখালী শিশু বান্ধব কেন্দ্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও বর্তমান সংসদ সদস্য শাহীনা আকতার চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবেও ব্যাপক পরিচিত রয়েছে ফজল কাদের চৌধুরী ভুট্রোর।

এদিকে ফজল কাদের চৌধুরী ভুট্টো ৬ষ্ট বারের মত বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায়, উখিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শ.ম.গফুর সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান অভিনন্দন জানিয়েছেন।