উখিয়ায় বঙ্গবন্ধু অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় জেলা যুবলীগ সভাপতি সোহেল বাহাদুর

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১০, ২০২২

এম. এ. রহমান সীমান্ত :

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং যুব ক্রীড়া সংঘের আয়োজনে “বঙ্গবন্ধু অলিম্পিক বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২’র প্রথম রাউন্ডের ৪র্থ খেলা ১০মার্চ বিকেল সাড়ে ৪ টায় আলিফ হাসপাতালের পশ্চিমের মিনি মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবনেতা বোরহান উদ্দিন।এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা সোহেল আহমদ বাহাদুর।প্রধান অতিথির বক্তব্যে সোহেল আহমদ বাহাদুর বলেছেন,খেলাধুলা মাদক থেকে বিরত রাখে।সুস্থ সমাজ বিনির্মানে সহায়ক ভুমিকা রাখে।উখিয়া-টেকনাফ মাদক কলংকের কালিমা লেপনে জিম্মি। মাদকের ভয়াল থাবা থেকে উখিয়া-টেকনাফ বাসীকে রক্ষা করতে হবে।তাই সুস্থ ধারার রাজনীতি চর্চার বিকল্প নেই।চলমান মাদক বিরোধী অভিযান কে স্বাগত জানিয়ে তিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ছাত্র ও যুব সমাজের প্রতি আহবান জানান।

এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ মৌল্লা,উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ,মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল,রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, পালংখালী ইউনিয়ন যুবলীগ নেতা মুফিদুল আলম মুফিদ,৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,কুতুপালংয়ের বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ,
কুতুপালং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম ডিলার,কুতুপালং বাজার বণিক সমিতির নেতা নুরুল ইসলাম পুতু,জেলা মৎস্যজীবীলীগ নেতা জয়নাল আবেদীন, যুবলীগ নেতা নুরুল কবির ভুট্রো কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নেতা মোঃ আলী প্রমুখ।

এসময় আয়োজক কমিটির পক্ষে আনিসুল মোস্তফা আনিস,নুর মোহাম্মদ মিজান,জাহাঙ্গীর আলম,একরাম চৌধুরী,ইসমাঈল-১ মোঃ মামুন,ইসমাঈল-২,জানে আলম,
সালাহ উদ্দিন,রফিক,সুমন,বাবুল সহ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় অংশ গ্রহণ করেন কুতুপালংয়ের লম্বাশিয়া ফুটবল ক্লাব বনাম ঘুমধুম ক্রীড়া পরিষদ। নির্ধারিত সময়ে উভয় দল গোল শুন্য খেলা সম্পন্ন করে।ট্রাইবেকারে ঘুমধুম ক্রীড়া পরিষদ ৩-২ গোলে কুতুপালংয়ের লম্বাশিয়া ফুটবল ক্লাবকে হারিয়ে জয়লাভ করেন।খেলায় প্রধান রেফারী ছিলেন জেলা ফুটবল ফেডারেশনের সদস্য মাষ্টার সিরাজুল হক।