‘বারে মদ বেচাকেনা বন্ধ’

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৯

থার্টিফাস্ট উপলক্ষে আজ থেকে রাজধানীর সকল মদের বারে ‘মদ বেচাকেনা’ বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, ‘থার্টিফাস্ট উপলক্ষে আজ থেকে রাজধানীর সমস্ত মদের বারে কেনাবেচা বন্ধ থাকবে। সেই সঙ্গে অস্ত্র বহনেও থাকবে নিষেধাজ্ঞা। এছাড়া ভিভিআইপি জোন ও সড়কে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে।’

সন্ধ্যা ছয়টার পর কোন বাহন ঢাবিতে ঢুকতে দেওয়া হবে না জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, ‘টিএসসির অনুষ্ঠান বহিরাগতদের জন্য নিষিদ্ধ। কোনো বাহন ছয়টার পর ঢাবিতে ঢুকতে দেয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। সারা শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সোয়াতও থাকবে। থাকবে টহল চৌকি।’

‘খোলা কোনও জায়গায় অনুষ্ঠান হবে না। বাড়ির ছাদে কিংবা খোলা স্থানেও কোনও অনুষ্ঠান করা যাবে না। সুস্থ বিনোদনে সহযোগিতা দেবে আইনশৃঙ্খলা বাহিনী।’-যোগ করেন শফিকুল ইসলাম।