ফুলবাড়িয়ার দোকান উচ্ছেদ অভিযান, পুলিশ জনতা ধাওয়া পাল্টাধাওয়া

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২০

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি মার্কেটে নকশা বহির্ভূতভাবে তৈরি ৯১১টি দোকান উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৷ ব্যবসায়ীদের বাধার মুখে তারা অভিযান শুরু করতে পারেননি৷
পূর্ব ঘোষণা অনুযায়ী সিটি করপোরেশনের কর্মকর্তারা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ উচ্ছেদ অভিযানে গেলে ব্যবসায়ীরা তাদের বাধা দেয়৷ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন গনমাধ্যমকে বলেন ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, অবস্থা বুঝে অভিযান চালাব৷ ওই মার্কেটের নকশার বাইরে গিয়ে লিফট, সিঁড়ি, টয়লেটের জায়গা দখল করে এসব দোকান তৈরি করা হয়েছে৷ এরকম ৯১১টি দোকান উচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে তিন দিন আগে নোটিস দেওয়া হয়৷
মঙ্গলবার দুপুরে অভিযান চালানোর সময় দোকান মালিক সমিতির বাধার মুখে পড়েন সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট। সে সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, আজই তারা ৯শ’ অবৈধ দোকান উচ্ছেদ করবেন। তবে দোকান মালিকদের দাবি, তাদের দোকান অবৈধ না।

( সীমান্তবাংলা/ শা ম/ ৮ ডিসেম্বর ২০২০)