পেকুয়ায় বন্যা কবলিত চার হাজার লোকের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩

 

আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া কক্সবাজার

কক্সবাজারের পেকুয়ায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। আর এই প্লাবিত চার হাজার মানুষের মাঝে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এম জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ( ৯ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা, বলির পাড়া, মোরাপাড়া, সৈকত পাড়া, বাঘগুজারা উত্তর মেহেরনামা, পুরাতন বাঘগুজারা ,চৈরভাঙ্গা, চড়া পাড়া সহ বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

আর এ সময় উপজেলা চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম বন্যায় প্লাবিত মানুষদের আশ্বস্ত করে বলেন; যাতে আগামীতে মামুষ কষ্ট না পায়, উপজেলার মানুষ দুর্ভোগে না পড়ে সেই লক্ষ্যে অতিদ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে,আমি কথায় নয়,কাজে বিশ্বাসী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজু, উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমগীর, ৮নং ওয়ার্ডের এমইউপি মো.শাহেদুল ইসলাম শাহেদ প্রমুখ।