নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবি || ৭ জনের মরদেহ উদ্বার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২০

হাতিয়ায় ট্রলার ডুবিতে এ পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্বার করা হয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত আরো ৮ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছেন হাতিয়া নৌ- পুলিশের ইনচার্জ আকরাম উল্যা। এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার ও ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে কোষ্টগার্ডের ৪ সদস্যের একটি ডুবরি টিম নিখোঁজদের উদ্ধার করতে হাতিয়ার মেঘনা নদীতে অভিযান অব্যাহত রেখেছে।

নিখোঁজ ৮ জন হলেন হাতিয়ার চানন্দী ইউপির থানার হাট এলাকার নাসির উদ্দিনের স্ত্রী জাকিয়া বেগম, একই এলাকার কাদেরর ছেলে হাসান, মেয়ে নারগিছ বেগম, একই এলাকার রুবেলের মেয়ে হালিমা, মহি উদ্দিনের মেয়ে লামিয়া, রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা, ইলিয়াছের ছেলে আমির হোসেন, ও রহিমের ছেলে আলিপ। মঙ্গলবার রাতে নিহত ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
বুধবার সকালে সবাইকে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।

( সীমান্তবাংলা/ শা ম / ১৬ ডিসেম্বর ২০২০)