নতুনধারা কোন জোটে নেই, নাম ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা  

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২

নতুনধারা বাংলাদেশ এনডিবি কোন জোটে নেই, ‘নতুনধারা’ নাম ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ধারার মিডিয়া সেল।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, রাকিব ঢালী প্রমুখ এক বিবৃতিতে বলেছেন, ইদানিং বিভিন্ন জোট-মহাজোট-ফ্রন্ট-মঞ্চ-মোর্চা নতুনধারা বাংলাদেশ এনডিবিকে আমন্ত্রণ জানালেও ধারার পক্ষ থেকে ‘না’ করে দেয়া হয়েছে। তারপরেও বিভিন্ন জোটের নেতারা ‘নতুনধারা’র নাম ব্যবহার করে সাধারণ মানুষদের সাথে প্রতারণা করছে। নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশের পর থেকে কোন জোটে অংশ নেয়নি। অতএব. কোন জোটের বা রাজনৈতিক প্লাটফর্মের কেউ ‘নতুনধারা’র রাজনীতির কথা বললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সকল শর্ত মেনে নির্বাচন কমিশনে আবেদন করে নতুনধারা বাংলাদেশ এনডিবি।
বার্তা প্রেরক
( সাবিনা নূর )
সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি । ফোন : ০১৭৯৫৫৬৮১৩৭