তরুণ সাংবাদিক জসিম উদ্দিনের স্বরণে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত 

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক,মহেশখাল :
মহেশখালীর তরুণ সংবাদকর্মী রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সভাপতি ও কক্সট্রিবিউন এর নির্বাহী সম্পাদক মরহুম মোহাম্মদ জসিম উদ্দিনের জন্য  দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করেছে শহীদ জসিম উদ্দিন স্মৃতি সংসদ হোয়ানক নামের একটি সংগঠন।
আজ শুক্রবার বিকেলে হোয়ানক ইসলামীয় দাখিল মাদ্রাসায় এ সভা অনুষ্টিত হয়। পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে মরহুমের স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন- জসিম উদ্দিন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শাইনুর হোসেন শাহিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সমন্বয়ক ইকবাল বাহার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সাবেক  সভাপতি এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মৌঃ আবু তৈয়ব, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী শাখার সভাপতি এস এম রুবেল, কক্সট্রিবিউন বার্তা সম্পাদক এম বশির উল্লাহ, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সমন্বয়ক আব্দু রহমান রিটন, দপ্তর-সম্পাদক শাহারিয়ার কবির, উপ-দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান ও সদস্য আমান উল্লাহ্ আরমান প্রমূখ। শোকসভা সঞ্চালনায় ছিলেন এমডি নুরুল বশর। পরিবারের জরুরী কাজে ব্যস্ত থাকায় শোক সভায় উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন সংবাদকর্মী জুয়েল চৌধুরী ও সাইফুল ইসলাম। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
উপস্থিত ছিলেন মরহুম জসিম উদ্দিনের সুযোগ্য পিতা নুরুল ইসলাম বাঁশি, বজল কবির, গিয়াস উদ্দিন, শাহাজান, সাইফুর রহমান আসিফ, কামরুল মোর্শেদ সৈকত, শাহাজান আরিফ, আবিদ খান আবির প্রমূক।
শোক সভায় বক্তরা বলেন, জসিম উদ্দিনের স্বরণে প্রতি বছর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জসিম স্মৃতিমেধা বৃত্তির আয়োজন করা হবে। এছাড়াও জসিমের অসমাপ্ত কাজ দ্রুত সময়ে সম্পন্ন করার কথা জানান তার সহপাঠিরা।
খতমে কোরআন সম্পন্ন করেন হাফেজ কলিম উল্লাহ, হাফেজ আহাম্মেদ আলী, হাফেজ মাহামুদুল হাসান, হাফেজ সাকিব, হাফেজ ফারুক। সবশেষ হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মৌ মফিজুর রহমান মফিজের মোনাজাতের মধ্যদিয়ে শোকসভার সমাপ্তি ঘটে।
সীমান্তবাংলা/রম/০৩ নভেম্বর ২০২১