ডিমলায় একই দিনে যুবক যুবতীর আত্মহত্যা !!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১

 

আমিনুর রহমান দুলাল ‘
ডিমলা(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় একই দিনে পৃথক-পৃথক স্থানে দুই জন যুবক যুবতীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

ঘটনাদুইটি উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আমির ফকিরের পুত্র শাহ আলম (৩০) ও ৫নং ওয়ার্ডের আব্দুল মতিনের স্ত্রী রুমানা আক্তার (১৮) গলায় রশি পেছিয়ে আত্মহত্যা করছে।

এলাকাবাসী ও মৃত ব্যক্তিদের পারিবারিক সুত্রে জানা যায়, আমির ফকিরের পুত্র শাহ আলম দুই সন্তানের জনক তিনি টাঙ্গাইলে বিবাহ করেন। জানা যায় তাঁর শ্যালক তাঁর স্ত্রীকে বিদেশে পাঠানোর নাম করে কৌশলে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর স্ত্রীকে বিদেশে না পাঠিয়ে অন্যের সাথে বিবাহ দেওয়ার চেষ্টা করে। শাহ আলম উক্ত খবর পেয়ে লজ্জায় গভীর রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। অপর দিকে গত সাত মাস পূর্বে আব্দুল মতিনের সাথে রুমানা আক্তারের বিবাহ হয়। বিবাহের পর রুমানা আক্তার স্বামীর সংসার করাবস্থায় সংসারের অভাব অনটনের কারনে রুমানা আক্তারের স্বামী আব্দুল মতিন দিনাজপুর জেলায় ইট ভাটায় কাজ করতে যায়। এরই ফাঁকে সবার অজান্তে ২৩শে আগষ্ট সকাল সারে ১১ টায় সময় স্বামীর বাড়ীর নিজ ঘরে স্বরের সাথে রুমানা আক্তার গলায় রশি দিয়ে আত্মহত্যা করে । এ বিষয়ে পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান গণমাধ্যম কর্মীদের বলেন, বিষয়টি খুবই দূঃখজনক ও মর্মান্তিক। পরবর্তিতে তিনি ডিমলা থানায় তাঁর ইউনিয়নে দুটি মৃত্যু হয়েছে এমন সংবাদ দিলে ডিমলা থানা পুলিশ পৃথক পৃথক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং লাশের ময়না তদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে পাঠানোর হয়েছে৷

সীমান্তবাংলা / ২৩ আগষ্ট ২০২১