ডাকবাংলো দরগাহবিল হাতিমোরা সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে : দেখার কেউ নেই!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ২১, ২০২১

 

গফুর মিয়া চৌধুরী, উখিয়া:

সড়কটি নাম ডাকবাংলো দরগাহবিল হাতিমোরা সড়ক। সড়কটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। হয়েছে মৃত্যু কুপে পরিণত। জনসাধারণ চলাচল করছে চরম ঝুঁকি মধ্যদিয়ে। যানচলাচলে ঘটছে প্রতিদিন বিঘ্ন। মনে হয় দেখার কেউ নেই। সড়কের এমন বেহাল দশা থেকে জনগণ পরিত্রাণ চায়। সড়কটি সবচেয়ে মারাত্বক ঝুঁকিপুূর্ণ হয়ে পড়েছে ঘিলাতলী পাড়া নামক স্হান সমুহে। উখিয়া উপজেলা সদর থেকে সড়কটির যাত্রা শুরু। বৃট্রিশ আমল থেকে অতি জনগুরুত্বপুর্ণ সড়ক হিসেবে এ সড়কটি অর্থবহ। সড়কটির সাথে কানেকটিং রয়েছে রেজুআমতলী বিজিবি ক্যাম্প, ঘুমধুম পুলিশ ফাঁড়ি, উখিয়া কলেজ, ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়,টাইপালং দাখিল মাদ্রাসা, হাতিমোরা বাজার, হাতিমোরা ক্লিনিক, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রত্যন্ত জনপদ পর্যন্ত বিস্তৃত। এতে প্রমানবহন করে সড়কটির তাৎপর্য কতটুকু।
ইতিমধ্যে সড়কটির কোড নম্বর ও পরিবর্তন করে সড়কটির পরিধি আরো একধাপ বড় করা হয়েছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন উখিয়া উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি প্রাপ্ত রবিউল ইসলাম। তিনি জানান,এ সড়কটি গুরুত্ব খুব বেশী। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানসহ সরকারী বেসরকার প্রতিষ্টান ও বাজারে যাওয়া যায় এ সড়ক দিয়ে। একই সাথে চলাচল করে থাকে প্রায় ২০ টি গ্রামের জনসাধারণ। ফলে সড়কটি ভবিষ্যতে আরো বড় করার পরিকল্পনা আছে বলে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর জানিয়েছেন।

সীমান্তবাংলা / ২১ জুন ২০২১