“জাগো বিপ্লবী” সিরাজুল কবির বুলবুল এর কবিতা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ১৪, ২০২১

” জাগো বিপ্লবী “
—————সিরাজুল কবির বুলবুল
করোনা কাল সহজে আসেনি
শিশুর চোখের জল
কতো অমানবিক নির্যাতনে
মুসলিম ধরাতল।
নমরুদ,ফেরাউনের উত্তরসূরি
এখনো আছে বেঁচে
যুগ যুগ ধরে ইসলাম বিরোধী
চেতনায় রয়েছে এঁটে।
মুসলিম মিত্র মুসলিম শুধু
নয় বেদুঈন দল
এরা সবাই নতুন রুপে
আবার করেছে ছল।
আল-আকসা প্রথম কেবলা
ইসলামী গোড়াপত্তন
পূণ্যভূমি রক্ষা করতে হও সচেতন
গাযা জ্বলে!জ্বলে আল-আকসা!
জ্বলেনা তোমার মন!
কলব তোমার পচন ধরেছে
ভাবার সময় এখন
পয়-পয়গম্বর আল্লাহর নবীর
পুত পবিত্র সব স্থান
ইসরাইল বাহিনীর বোমার আঘাতে
বির্পন্ন শিশুর প্রাণ।
জাগো মুসলিম! জাগো বিপ্লবী!
সময় এসেছে আজ
বদরের যুদ্ধে হয়নি পরাজয়
তবে কিসের এতো লাজ!
হুক্কার ছাড়ো!উদ্যত করো তোমার তরবারি
পূণ্যভূমি রক্ষা করো ঘর সংসার ছাড়ি।
———————
রচনা কাল:-১৩/০৫/২০২১ ইং
সাহিত্য কুটির,উখিয়া।