চাঁপাইনবাবগঞ্জে নারী পুলিশ সদস্যদের বড় এলইডি টিভি উপহার দিলেন এসপি আবদুর রকিব

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১২, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) বিশ্ব নারী দিবস উপলক্ষে ব্যারাকে বসবাসরত নারী পুলিশ সদস্যদের বিনোদনের জন্য এলইডি টিভি উপহার হিসেবে প্রদান করেছেন।

১১ মার্চ বৃহস্পতিবার এ উপহার তুলে দেন এসপি। এ সময় তিনি উপস্থিত নারী পুলিশ সদস্যদের সালাম গ্রহণ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
অপরদিকে গত ১ মার্চ দুপুর ১২ টার দিকে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও সালাম জানান এসপি আবদুর রকিব।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভে প্রতি বছরের ন্যায় এবারও ফুলেল শ্রদ্ধা জানান অফিসাররা।
পরে এসপি শহীদ পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং আইজিপি ও জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
এ ছাড়াও বৃহস্পতিবার আম্র কাননে ঘেরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ স্লোগানকে সামনে রেখে মাসিক কল্যাণ সভা ও নিয়মিত আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন, ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার, ওসি তদন্ত কবির হোসেন, ওসি অপারেশন মিন্টু রহমানসহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা শাখার অফিসারবৃন্দ।

সীমান্তবাংলা/ শা ম/ ১২ মার্চ ২০২১