চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৮, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আজ সোমবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং আরএসডিএফসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে সকাল ১০টায় বঙ্গবন্ধু মঞ্চে দিবসটি উপলক্ষে আলোচনাসভা হয়।
জেলা মহিলা দপ্তরের উপ-পরিচালক সাঈদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এ কে এম তাজকির-উজ-জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ (অবঃ) সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন, জেলা পরিষদ সদস্য শান্তনা হক শান্তা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। নারীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্প্না গ্রহণ করেছে। যাতে করে তারা আত্মনর্ভিরশীল হয়ে দেশের অগ্রযাত্রায় সামিল হতে পারে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সম অধিকারের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেছেন। নারী পুরুষের যৌথ প্রচেষ্টায় বিনির্মাণ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।
বক্তারা আরো বলেন, বাল্যবিয়ে কঠোরভাবে রোধে সবাইকে একযাগে কাজ করতে হবে।

( সীমান্তবাংলা/ শা ম/ ৮মার্চ ২০২১)