চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার হলেন স্বামী

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২৫, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি- উপজেলার পোল্লাডাঙ্গা কাশ্মিরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলী মাস্টারের ছেলে মো. মতিউর রহমান সেন্টু আমিন (৫৫)। গত ২৪ জুলাই শনিবার বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মতিউর রহমান সেন্টু ও শাহীন সুলতানা ঝর্নার সংসার জীবনে তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তারা দুজনেই বিবাহিত। ঈদের দিন ২১ জুলাই বুধবার দুপুরের দিকে প্রধানমন্ত্রীর দেয়া সরকারি বাড়িতে ঝর্নার লাশ স্থানীয়রা দেখতে পেলে বিষয়টি জানাজানি হয়।
পরে এ নিয়ে হত্যা মামলা দায়ের করেন মেয়ে মোসা. বেনুরুজির আক্তার মিতু। মা-বাবার সংসার জীবনে অশান্তি ছিল বলে তিনি জানান।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, গৃহবধূ শাহীন সুলতানা ঝর্না হত্যা মামলায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অধিকতর তথ্যের জন্য বিজ্ঞ আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। তিনি বলেন, মামলার তদন্ত প্রক্রিয়া অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতকে আজ (গতকাল) রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সীমান্তবাংলা / ২৫ জুলাই ২০২১