ঘুমধুম আসছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এক দিনের সফরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে আসছেন। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে গাড়ীযোগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পৌঁছার কথা রয়েছে। পার্বত্যমন্ত্রীর সহকারি(একান্ত) সচিব সাদেক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি,র আগমনের দিনব্যাপী কর্মসূচীতে সকাল ১১টায় ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্দ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করবেন।

বিকেল ৩টায় বান্দরবানের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ত্যাগ করবেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শামীম ইকবাল চৌধুরী।

মন্ত্রীর আগমনে ঘুমধুম ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবারে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কোন ধরণের গেইট শোভা পাবেনা।তবে ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার হারেজের পক্ষে আওয়ামীলীগ ও ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ শুভেচ্ছা স্বাগত জানিয়ে ব্যানার টাঙিয়েছে।অপরদিকে ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর এর পক্ষ থেকে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েকটি ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে।
এক প্রতিক্রিয়ায় ছৈয়দুল বশর বলেন,মন্ত্রী মহোদয় আসছেন,ত্রাণ বিতরণ করবেন,এজন্য আমরা ঘুমধুম ইউনিয়ন যুবলীগ এবং ইউনিয়নের আপামর জনগণ কৃতজ্ঞ। তাই কৃতজ্ঞ স্বরুপ দলের ছেলেরা কয়েকটি মাত্র ব্যানার-ফেস্টুন ছাঁটিয়েছে।

তবে এবারে বেশী কিছু শোভা পাবেনা। কারণ মন্ত্রীর সফরের মাসটি হলো আগষ্টের শোকের মাস এবং করোনাকালীন পরিস্থিতির মাঝে প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়ে বাড়ী-ঘর বিধ্বস্ত এবং ঘরবন্দী হওয়া মানুষদের মাঝে দুঃখ-কষ্টের ক্ষত চাপ পড়েছে। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুধুমাত্র ত্রাণ-সামগ্রী গুলো তুলে দেবেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সীমান্তবাংলা / ৪ আগষ্ট ২০২১