ঘুমধুমে ১৬ তম পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১

 

মাহমুদুল হাসান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ১৬ তম ঐতিহাসিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল-২০২১ সম্পন্ন হয়েছে।

২৪ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী হওয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছির কোরআন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা এমদাদুল হক সোলতানী (ঢাকা)।

বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন হযরত মাওলানা আলমগীর হোসাইনি (খতিব বাইতুননুর জামে মসজিদ আধুনগর লোহাগড়া চট্রগ্রাম), হযরত মাওলানা হাফেজ ইমাম হোসেন (সহকারি শিক্ষক আল জামিয়াতুল ইসলামিয় দারুসুন্নাহ মাদ্রাসা হ্নীলা টেকনাফ), হযরত মাওলানা জাফর হোসাইন নুরী (সুপার আবু বক্কর(রা:) ইসলামী সেন্টার খুনিয়া পালং রামু কক্সবাজার), হযরত মাওলানা মাহমুদুল হক (খতিব তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদ)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আলম ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড,দিল মোহাম্মদ ভূট্টু ইউপি সদস্য ২ নং ওয়ার্ড, শফিকুল ইসলাম ঘুমধুম ইউপি সদস্য ১ নং ওয়ার্ড, ছৈয়দুল বশর সভাপতি ঘুমধুম ইউনিয়ন আওয়ামী-যুবলীগ, হাজী মোহাম্মদ বিশিষ্ট মুরব্বি, মৌলভী ছালেহ আহমেদ প্রতিষ্ঠা মরহুম আব্দুর রহিম স্মৃতি ফাউন্ডেশন, রশিদ আহমদ সভাপতি তুমব্রু বাজার ব্যবসায়ী সমবায় সমিতি, মোস্তাফিজুর রহমান সোহাগ উপদেষ্টা তুমব্রু নবারুণ ক্রিড়া চক্র।

মাহফিলে সভাপতিত্ব করেন মৌলভী ছৈয়দ হোসেন সহকারি শিক্ষক তুমব্রু ভাজাবনিয়া সরকারি প্রাঃবিঃ।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন জাহেদ হোসেন প্রধান শিক্ষক তুমব্রু ভাজাবনিয়া স.প্রা.বি., এ্যাডভোকেট তারেক আজিজ জামি দায়রা জর্জ কোর্ট ঢাকা, রেজাউল করিম চৌধুরী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দক্ষিণ ঘুমধুম স.প্রা.বি., নজির আহমদ খলিফা প্রবীন মুরব্বী তুমব্রু, আব্দুল হাকিম মুয়াজ্জিন তুমব্রু বাজার জামে মসজিদ, হাফেজ মাওলানা দিল মোহাম্মদ খতিব ফকিরা ঘোনা জামে মসজিদ, হাফেজ আব্দুল্লাহ খতিব তমব্রু মধ্যমপাড়া জামে মসজিদ, মাহফিল পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে যারা ছিলেন, মোঃ শাহ আলম, নুরল আবছার , মো. শাহজাহান, মোঃ রুবেল, আরিফুল ইসলাম, নুরুল আমিন, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, মানিক চৌধুরীসহ,প্রমুখ।

সর্বপরি মাহফিলের শেষে প্রধান বক্তার বিশেষ মোনাজাতে মধ্যে দেশ ও জাতির কল্যাণে অগ্রগতি এবং তুমব্রু যুব কল্যান পরিষদ ও সহযোগি সংগঠন নবারুন ক্রীড়া চক্রের জন্য দোয়া করা হয়। মোনাজাতে মাওলানা এমদাদুল হক সোলতানী বলেন, দুনিয়া ও আখিরাতে সম্মানিত হতে হলে পিতা- মাতার প্রতি সদয় মর্যদা ও কর্তব্যপরায়ন হতে হবে। মোনাজাতে আরো বলেন, শিক্ষার ধর্ম, শান্তির ধর্ম, ঈমান, তৌহিদ, রিসালাত ও আকিদায় সকল মুসলমানদের ঐক্য হয়ে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে এবং তার উপর অধিক গুরুত্বারোপ করা হয়। পৃথিবীতে একমাত্র ইসলামই শান্তির ধর্ম এবং মুসলমানের পরিপূর্ন জীবন ব্যবস্হা , তা বাস্তবায়নে প্রতিটি ঈমানদার মুসলমানদের প্রতি আহবান জানায়।”

উল্লেখ্য, উক্ত মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন তুমব্রু নবারুণ ক্রীড়া চক্র।

( সীমান্তবাংলা/ শা ম/ ২৪ ফেব্রুয়ারী ২০২১)