গাইবান্ধায় প্রমাণিত দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব : মির্জা ফখরুল

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২

আহসান হাবিব স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার উপ-নির্বাচনই প্রমাণ করে দলীয় সরাকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একথা আমরা আগে থেকেই বলে আসছি, যা প্রমাণিত হয়েছে।

কাজেই গণতন্ত্র ধ্বংসকারী এ সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেওয়া পর্যন্ত এই সংকট থেকে উত্তোরণ হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের সাথে মত বিনিময় সভার আগে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার রাস্ট্রপতির দপ্তর থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ন ২৯টি দপ্তর সম্প্রতি তথ্য প্রযুক্তি আইনের ১৫ ধারার আওতাভুক্ত করে গণমাধ্যমের স্বাধীনতার উপর খড়গ বসিয়েছে। সরকার যদি দেশের দুর্ভিক্ষ মোবাবিলা করতে না পারে তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপির এই মহাসচিব।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।