দশ হাজার অধিক মানুষ নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিলেন টিপু সুলতান

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২

 

কক্সবাজার প্রতিনিধি 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান হাজার দশেক মানুষ নিয়ে জনসভা স্থলে যোগদান করেন। এসময় সকলের মাথায় হলুদ রঙের টুপি দেখা যায়।

বুধবার (৭ডিসেম্বর) পূর্ব নির্ধারিত কক্সবাজার মুক্তিযোদ্ধা শেখ কামাল আন্তুর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভায় জেলার ৯ উপজেলা থেকে হাজার হাজার মানুষ সকাল ১০ টা থেকে নানা ব্যানার ফেস্টুন নিয়ে যোগদান করেন। দুপুর ১২ টার দিকে ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতানের নেতৃত্বে প্রায় দশ হাজারের মতো মানুষ মাথায় হলুদ টুপি দিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে জনসভা স্থলে যোগদান করেন।

মিছিলে যোগদান কারীদের শ্লোগান ছিল, ” প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম, ঝিলংজার মাটি আওয়ামীলীগের ঘাঁটি, টিপু সুলতানের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, প্রধানমন্ত্রী এসেছে কক্সবাজার জেগেছে, শেখ হাসিনার সরকার, বারবার দরকার”।

আমাদের প্রতিনিধি এত লোকসমাগমের কারণ সম্পর্কে চেয়ারম্যান টিপু সুলতানের কাছে জানতে চাইলে, তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের উন্নয়নে যা করেছেন বিগত কোন সরকার তা করেনি। এমনকি স্বাধীনতার পরবর্তী কোন সরকার এমন উন্নয়ন করতে পারেনি। তিনি আরো বলেন, কেউ কল্পনা করেনি দোহাজারি থেকে রেললাইন কক্সবাজার পর্যন্ত আসবে। এটা স্বপ্ন নয় এটা এখন বাস্তবে রূপ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষ কৃতজ্ঞ বলে তিনি জানান।

ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সরওয়ার আলম চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মতে গ্রাম হবে শহর এর বাস্তব রূপ হচ্ছে ঝিলংজা ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জননেতা টিপু সুলতানের নেতৃত্বে পুরো ইউনিয়নের উন্নয়ন। কোন শত্রুও বর্তমান সরকারের আমলে ঝিলংজা তথা কক্সবাজারে যে উন্নয়ন হয়েছে তা অস্বীকার করতে পারবেনা। তিনি আরো জানান এক সময়ের জামাত বিএনপির ঘাঁটি ছিল ঝিলংজা ইউনিয়ন। বর্তমান সময়ে উন্নয়নের ধারাবাহিকতায় ঝিলংজা ইউনিয়ন এখন আওয়ামীলীগের ঘাঁটিতে পরিনত হয়েছে বলে জানিয়েছেন জনসভায় উপস্থিত ঝিলংজার অনেক মুরুব্বি, যুবক, সর্বস্তরের জনসাধারণ।

জনসভা স্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ জনসভা স্থলে প্রবেশ করতে না পেরে আক্ষেপ করতে শুনা গেছে।