কক্সবাজার -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল বশরের ভোট বর্জন! 

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪

কক্সবাজার-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্যু’র নির্বাচন বর্জনের পর এবার ঈগল মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর চৌধুরী ও ভোটের মাঠ থেকে অব্যাহতির ঘোষণা দিলেন।

উল্যেখ্য যে, কক্সবাজার -৪ ( উখিয়া-টেকনাফ) এই আসনটিতে নৌকা প্রতীকের প্রার্থী সাংসদ শাহীন আকতার বদি ও স্বতন্ত্র প্রার্থী নুরুল বশরের মাঝে তুমুল প্রতিযোগিতা চলছিলো। জয়ের ব্যাপারে তিনি অনেকটাই নিশ্চিত বলে জানাচ্ছিলেন। কিন্তু বিকেলে নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী মু. নুরুল বশর।

নুরুল বশর তার ফেসবুক আইডিতে লেখেন, প্রিয় উখিয়া টেকনাফবাসী, কেন্দ্র দখল ভোট ডাকাতি, জালভোট, এজেন্টদের বের করে দেওয়া ও নজিরবিহীন অনিয়ম প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্ব করে আমার নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছে। তাই আমি এই ভোট বর্জন করলাম।

এর আগে, একই অভিযোগে নির্বাচন বর্জন করেন জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টু।