কক্সবাজারে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় মৎস্যজীবীলীগের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১৭, ২০২১

 

এন আলম আজাদ

কক্সবাজারে মৎস্যজীবীলীগের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এ কে এম আজিজুল হক চৌধুরী বলেছেন,বঙ্গবন্ধু ও বাংলাদেশ জাতির অবিচ্ছেদ্য অংশ।এ মহা নায়কের জন্ম না হলে জাতি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা পেত না।তাঁর জীবনী অনুসরণ করলেই মুক্তিকামী ও মহৎ মানুষ হওয়া যায়। দিবসটি উদযাপন উপলক্ষে তার সভাপতিত্বে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।ভোরে সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সুচনা করা হয়।পরে জাতিরজনকের আত্নার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাস্ক পরিহিত অবস্হায় পুষ্পমাল্য পরিয়ে দেন সংগঠনের জেলা ও পৌর সহ উপস্হিত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।এসময় জাতির জনকের ১০১ তম জন্মদিনের কেক কেটে অভ্যাগত অথিতি ও দলীয় নেতা কর্মীদের মধ্যে বিতরণ করা হয়।সংগঠন কার্যালয়ে সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুরুল আলম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সহ-সভাপতি দুলাল কান্তি দাশ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমডি আবদুল হক নুরী,অর্থ সম্পাদক আবু তালেব,প্রচার সম্পাদক নাছির উদ্দিন, পৌর সভাপতি ফোরকান আজাদ,সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন জনি,যুগ্ন সম্পাদক মহি উদ্দিন আজাদ,সাংগঠনিক সম্পাদক নয়ন কান্তি দে,পৌর ৭ নং ওয়ার্ড সভাপতি ডাঃ গোলাম মওলা সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর সমগ্র অনুষ্ঠান মালায় উপস্হিত থেকে সাংগঠনিক কর্মসূচি সফলতায় রুপ দেন।

সীমান্তবাংলা/ শা ম/ ১৭ মার্চ ২০২১