কক্সবাজারে আগুনে ছয় বসতবাড়ি পুড়ে ছাই

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১

কক্সবাজারের রামুর চাকমারকুল ইউনিয়নের আলী হোছাইন সিকদারপাড়া এলাকায় আগুনে ছয়টি বসতবাড়ি পুড়ে গেছে। এতে নয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষতি হয়েছে ৫০ লাখ টাকারও বেশি। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এতে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা হলেন- মৃত মতিউর রহমানের ছেলে নুরুল হাসান, আবু হানিফ ও ফয়েজ উল্লাহ, শামসুল আলমের ছেলে মো. ইসমাইল, ইমাম উদ্দিনের ছেলে মো. কালু, ছুরত আলম ও জহুর আলম।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, আগুনে শুরুর সময় তিনি ওই এলাকার পাশে কলঘর বাজারে ছিলেন। খবর পেয়েই তিনি ফায়ার সার্ভিসকে অবহিত করেন এবং নিজে অগ্নিকাণ্ডস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

তিনি জানান, আগুনের তীব্রতা ছিল খুবই বেশি। তাই ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বাড়িগুলোকে রক্ষা করা সম্ভব হয়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম জানান, মতিউর রহমানের বাড়ি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়েছে। বাড়িগুলো সেমিপাকা ও কাঠের তৈরি হওয়ার আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমাও অগ্নিকাণ্ডস্থলে যান।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন, কম্বলসহ অর্থ সহায়তা দেয়া হচ্ছে।

জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানি জানান, ক্ষতিগ্রস্তদের জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে। এছাড়া ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

সীমান্তবাংলা/৭ নভেম্বর/ইযা

 

সংবাদটি শেয়ার করুন