কক্সবাজারের হিমছড়ীতে ভেসে আসলো এক মৃত তিমি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ির ঝর্ণা পয়েন্টে ভেসে ওঠেছে বিশালাকার মৃত তিমি।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে মরা-পঁচা তিমিটি দেখতে পায় স্থানীয় বাসিন্ধা। খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশ, উপজেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টরা ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে মৃত তিমি মাছটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন। তিমিটির বয়স ৭/৮ বছর এবং প্রায় ৪২ ফুট দীর্ঘ হবে বলে ধারণা কর‌ছে স্থানীয় জেলেরা।
লকডাউনের কারণে সাগরে মাছধরার ট্রলার বন্ধ। তাই তিমিটি সহজেই তীরে ভেসে এসেছে বলে ধারণা করেছে প্রত্যক্ষদর্শীরা।
অনেকে এও বলছে, বাংলাদেশের জলসীমায় স্বভাবত এত বিশালাকার তিমির দেখা মেলে না। শান্ত সাগরে কিভাবে এটি তীরে ভিড়লো? বিশেষজ্ঞতারাই আসল রহস্য বের করতে পারবে।

এদিকে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা ও উখিয়া উপজেলা শাখার দুটি সমুদ্র প্রানী সংরক্ষন বিষয়ক টিম মৃত তিমিটির অবস্থা পর্যবেক্ষন ও তিমিটির মৃত্যুর কারন অনুসন্ধানে ঘঠনাস্থল পরিদর্শন করেন এবং মৃত তিমিটির শারিরিক অবস্থা পর্যবেক্ষন করেন। তবে তারা তিমিটির মৃত্যুর বিষয়ে এখনো গনমাধ্যমে কোন কথা বলতে রাজি হননি। উনারা বলেছেন এ বিষয়ে গভেষনা মুলক বৈঠক করে তিমিটির মৃত্যুর বিঢয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মতামত প্রকাশ করবেন।

এদিকে, সাগরে মৃত তিমি ভেসে আসার খবরে ছুটে গেছেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। তিমিটিকে এক নজর দেখতে ভিড় জমান মেরিন ড্রাইভ সড়ক হয়ে চলাচলকারী গাড়ির যাত্রী ও সাধারণ পথচারীরা।

( সীমান্তবাংলা / শা ম/ ৯ এপ্রিল ২০২১)