কক্সবাজারের টেকনাফে প্লান ইন্টারন্যাশনাল’র শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা 

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩

 

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে এফআইভিডিবির উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ক্যাম্প ২৪ এর সিআইসি কাযালয় ক্যাম্পে কর্মরত সকল এনজিও, স্বাস্থ্য কর্মকর্তা , এপিবিএন সদস্যদের নিয়ে শিশু সুরক্ষার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে্।
ক্যাম্প ২৪ এর সিআইসি কাযালয়ে সিবিসিপি কমিটির সদস্যদের উপস্থিতিতে শিশু সুরক্ষার জন্য শিশুর সাথে কিভাবে যোগাযোগ করার পাশাপাশি তাদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করনের লক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়।
এতে সিবিসিপি অফিসার শরিফা খানমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ক্যাম্প-ইন-চার্জ মোঃ নজরুল ইসলাম। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এএইচপি প্রকল্পের কেস ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট খালিদ চৌধুরি, এফআইভিডিবির টেকনিক্যাল কো অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান এবং কেইস ম্যানেজমেন্ট অফিসার চন্দনা রায় প্রমুখ।