এক সাংবাদিককে নির্যাতনে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবেনা- উখিয়ায় বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ১৮, ২০২১

মঈনুদ্দীন শাহীন উখিয়া : পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ সিনিয়র অনুসন্ধানি প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবালয়ে দীর্ঘক্ষণ আটকে রেখে হেনস্তা এবং পরে শাহবাগ থানায় হস্তান্তরের ঘটনার প্রতিবাদে উখিয়ায় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে, রিপোর্টার্স ইউনিটি উখিয়া, উখিয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), উপজেলা প্রেসক্লাব উখিয়া, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার সহ বেশ কিছু সাংবাদিক সংগঠন উখিয়া ষ্টেশন চত্বরে মানবব্ধন সহ বিক্ষোভ কর্মসূচী পালন করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শরীফ আযাদ ( সীমান্তবাংলা) সাবেক উখিয়া প্রেসক্লাব সভাপতি সরোয়ার আলম শাহীন ( মানবজমিন), সাংবাদিক পলাশ বড়ুয়া ( সিএসবি ২৪), সাংবাদিক শফিক আযাদ (যুগান্তর) সাংবাদিক শহীদুল ইসলাম ( দেশ রুপান্তর) সাংবাদিক তানভির শাহরিয়ার কক্সবাজার দর্পন) সাংবাদিক জসীম আযাদ ( ডিবিডি নিউজ), সাংবাদিক মঈনুদ্দীন শাহীন ( দৈনিক দেশ জনতা), সাংবাদিক রফিক মাহমুদ ( বিডি দর্পন) সহ উপস্থিত ছিলেন শাকুর মাহমুদ চৌধুরী (আলোকিত উখিয়া), শাহেদ মুবিন চৌধুরী( বাংলা টিভি)।

 

সমাবেশে বক্তারা একজন সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ অধিদপ্তরে নির্যাতন এবং পরবর্তীতে মিথ্যা মামলায় গ্রেফতার দেখানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এমন ন্যাক্ষারজনক ঘঠনা গনমাধ্যমের উপর হুমকি স্বরুপ। সরকারের অধিনস্থ কিছু অতি উৎসাহী ব্যক্তি সরকারের ভাবমুর্তি প্রশ্নবিদ্ধ করার জন্যই এমন ঘঠনা ঘঠিয়েছে বলে তারা মন্তব্য করেন। সাংবাদিক নেতারা আগামী বৃহস্পতিবারের মধ্যে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবী করেন, অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী উচ্চারন করেন।

সীমান্ত বাংলা / ১৮ মে ২০২১