উখিয়া সাহিত্য কুঠিরে জেলার শীর্ষ কবিদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১

সিরাজুল কবির বুলবুল;
আজ বিকেলে উখিয়া সাহিত্য সংস্কৃতির বাতিঘর উখিয়া সাহিত্য কুঠিরে এক অনাড়ম্বর সাহিত্য আড্ডা ও একক সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার প্রবীণ কবি, বহুল আলোচিত কাব্যগ্রন্থ “কারাবসন্তের পদাবলী ” এর জনক কক্সবাজার বাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক জনাব,রুহুল কাদের বাবুল,উপস্থিত ছিলেন শেখড় সন্ধানী কবি,অধ্যাপক সিরাজুল হক সিরাজ, উপস্থিত ছিলেন
গীতিকার, শিল্পী, তবলা বাদক, চন্দ্র বিকাশ, শিল্পী, এস,এম,জসীম,তরুণ কবি,খাইরুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন,জেলার বরণ্য শিল্পী, এ,আর, হারুন, অনুষ্ঠানে মাস্টার শাহআলমের আগামী একুশে বই মেলায় প্রকাশ অপেক্ষামান সম্মাননা গ্রন্থ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাহিত্য আড্ডা ও একক সংগীত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য কুঠিরের প্রতিষ্ঠা তা লোকজ সাধক,কবি,মাস্টার শাহআলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও শরীরচর্চা প্রশিক্ষক সিরাজুল কবির বুলবুল।

সীমান্তবাংলা / ১৮ নভেম্বর ২০২১