উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৭টি স্বর্ণেরবার সহ এক রোহিঙ্গা আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২

এম. এ. রহমান সীমান্ত:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে চোরাই পথে আসা ৭টি স্বর্ণেরবার সহ এক রোহিঙ্গা চোরাকারবারিকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।৩ ফেব্রুয়ারী রাত ৮ টা ২০ মিনিটের সময় এ তথ্য নিশ্চিত করেছেন ১৪এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম। তিনি বলেন,৩ ফেব্রুয়ারী রাত ২টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এপিবিএন’র লম্বাশিয়া ক্যাম্প পুলিশের একটি টহলদল।এসময় ক্যাম্প-১ ইস্ট, ব্লক-সি-১০ এলাকা থেকে সৈয়দ নূর (৪১)কে গ্রেফতার করা হয়।সে মৃত ছব্বির আহমেদের ছেলে,তার এফসিএন নং-১৩০৫৬৩,ব্লক মাঝি-শামসুল আলম, হেডমাঝি- জাহিদ হোসেন।তার হেফাজত থেকে ছোট বড়
বিদেশী ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
যার ওজন ২২৬ গ্রাম,(১৯ ভরি, ৫ আনা, ৫ রতি)।

এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ১৪ এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম সত্যতা নিশ্চিত করেছেন।

সীমান্তবাংলা/রম/০৩ ফেব্রুয়ারি ২০২২