উখিয়া টেকনাফ সড়কে ৩ রোহিঙ্গা ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রঙ্গীখালী ও আলীখালী গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে করে ৫হাজার ৯শ পিচ ইয়াবাসহ ৩ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ টেকনাফ রোডের রঙ্গীখালী ও আলীখালী গ্রামের মাঝখানে তিন রাস্তার মোড়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল  ৮সেপ্টেম্বর আনুমানিক ৭টার সময় উক্ত স্থানে পৌছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মায়ানমার নাগরিক মুছা (২১), পিতা  মৃত সাইদুল আমিন, সাং- বøক-বি-৫, ক্যাম্প-২৭, জাদিমোড়া, আসমত উল্লাহ (২৭), পিতা আব্দুল গণি, সাং- বøক-বি-৫, ক্যাম্প-২৭, জাদিমোড়া সাব্বির (২০) পিতা রশিদ আহম্মেদ, সাং- বøক-এ-১, ক্যাম্প-২৭, জাদিমোড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’দেরকে ধৃত থানায় প্রেরন করা হয়।  উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক ২৯লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে র‌্যাব জানিয়েছেন।