উখিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের স্থান পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২

এম. এ. রহমান সীমান্ত :

কক্সবাজারের উখিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্যতা যাচাই ও স্থান পরিদর্শন করেছেন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

১২ফেব্রুয়ারী (শনিবার) দুপুর একটার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড লাগোয়া টিএন্ডটি গুচ্ছ গ্রামের পাশে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করতে যান যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবদুল মালেক।তিনি উক্ত জায়গা পরিদর্শন করে ইতিবাচক ধারণা পোষণ করেন।

এ সময় সাথে ছিলেন উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন,উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহীন,জেলা কৃষকলীগ নেতা কাজী আকতার উদ্দিন টুনু,বিশিষ্ট ঠিকাদার মুফিজ মিয়া সহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ প্রমুখ।

সীমান্তবাংলা/তম/১২ ফেব্রুয়ারি ২০২২