উখিয়ায় র‍্যাব-১৫’র অভিযান,১০ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২৫, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব-১৫’র অভিযানে,১০ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করা হয়েছে।
২৫ শে জুলাই (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে পালংখালী ইউনিয়নের গয়ালমারা এমএসএফ হাসপাতাল সংলগ্ন এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক রোহিঙ্গাদের কাছ থেকে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদে জানতে পারে, মাদক কারবারীরা উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এমএসএফ হাসপাতালের পাশে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে, র‍্যাবের একটি দল অভিযান চালায়। র‍্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ৩ রোহিঙ্গাকে আটক করা হয়।এরা হলো, রোহিঙ্গা শামসুল আলম, মোহাম্মদ আয়াছ ও মোহাম্মদ ইব্রাহিম ফারুক।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

সীমান্তবাংলা /২৫ জুলাই ২০২১