উখিয়ায় লকডাউন অমান্য করায় ৫১ সিএনজি -টমটম আটক, জরিমানার পরিবর্তে খাদ্যসহায়তা প্রদান

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২৫, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

কক্সবাজারের উখিয়ায় লকডাউনে বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫১টি অটোরিক্সা, টমটম-সিএনজি গাড়ী আটক করেছে উপজেলা প্রশাসন।রবিবার (২৫ জুলাই) উখিয়ার বিভিন্ন বাজারে করোনা সংক্রমণ প্রতিরোধে উখিয়া থানা পুলিশ, সেনাবাহিনী,বিজিবি,স্থানীয় জনপ্রতিনিধি,সিপিপি স্বেচ্ছাসেবক সহ সকলের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত লকডাউন অমান্যকারী, গাড়ি চালক, দোকানদার
,অপ্রয়োজনে বের হওয়া পথচারিসহ বিভিন্ন প্রতিষ্টানকে ১৮ হাজার ৭০০টাকা জরিমানা, ১৫ টি মামলায় ২৩ জনকে দন্ডিত করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ অমান্যকারী টমটম-সিএনজি গুলো আগামী ৫ আগস্ট পর্যন্ত আটক রেখে চালকদের জরিমানার পরিবর্তে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। চলমান লকডাউনের ধারাবাহিকতায় সরকারের আদেশ বাস্তবায়নে উখিয়া উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

সীমান্তবাংলা / ২৫ জুলাই ২০২১