উখিয়ায় মানবপাচারকারীদের সন্ত্রাসী   হামলায় একব্যক্তি গুরুতর  আহত 

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২১
নিজস্ব প্রতিবেধকঃ
 উখিয়ায়  আবু চেহের (৪৫)  নামক  এক ব্যক্তিকে  হত্যার উদ্দেশ্যে  ন্যাক্কাজনক ভাবে  সন্ত্রাসী হামলা চালিয়েছে  মানব পাচারকারীর। বৃহস্পতিবার   বার ( ৪  ফেব্রুয়ারি)  দুপুরে সোনার পাড়া এলাকার   মোনাফ মার্কেটে প্রকাশ্য দিবালোকে  এ ঘটনাটি ঘটেছে ।
জানা যায়, উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে  আবু চেহের  দুপুরে মোনাফ মার্কেটে আসলে চিহ্নিত মানব পাচার মামলার আসামি ও মাদক কারবারিরা  পূর্ব  কল্পিত ভাবে লোহার রড ও লাঠি নিয়ে তার উপর হামলা চালায়।  স্থানীয়রা এগিয়ে  এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উখিয়া  হাসপাতালে ভর্তি করে।
আহত আবু চেহের অভিযোগ করে বলেন,  ফরিদ আলমের পুত্র  মানব পাচারকারী বেলাল , নুরুল আমিন, খাইরু,  হেলাল  ও আবদুল  শুক্কুর সহ একদল চিহ্নিত মাদক কারবারি প্রকাশ্যে  সন্ত্রাসী হামলা চালিয়েছে।
 ঘোনার মুখ  গ্রামের  জালাল আহমদ (৪০) জানান, আমার ভগ্নিপতি আবু   চেহের সকালে  ইনানী পুলিশ ফাঁড়ির উপ পুলিশ  পরিদর্শকের নিকট  একটি মামলাসংক্রান্ত বিষয়ে সাক্ষ্য প্রদান করে।  এতে ক্ষুব্ধ হয়ে  মানব পাচারকারীরা হত্যার উদ্দেশ্যে ন্যাক্কার জনক হামলা চালায়। এদিকে সন্ত্রাসী হামলার বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক লিটনকে মৌখিকভাবে  তাৎক্ষণিক   জানিয়েছেন।
গ্রামবাসীরা জানান, বিগত দেড় বছর পূর্বে  মৃত আবুল হোসেনের পুত্র নুরুল আফসার (১৮) কে  মালয়েশিয়ায় সাগরপথে পাচার করে দেয়। সেই থেকে তিনি নিখোঁজ রয়েছে।  এ ব্যাপারে মা মাবিয়া খাতুন বাদী হয়ে মানব পাচারকারী বেলাল  সহ  অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।
এ দিকে সন্ত্রাসী হামলার  ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে  আহতের পরিবার জানান।
(সীমান্তবাংলা/ শা ম/ ৫ ফেব্রুয়ারী ২০২১)