উখিয়ায় বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করেন: ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ৫, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক;

কক্সবাজারের উখিয়া বিশেষায়িত হাসপাতাল শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান এমপি।

বাংলাদেশ সরকার এবং ইউএনএইচসিআর, জাতিসংঘের শরণার্থী সংস্থা কতৃক উখিয়া বিশেষায়িত হাসপাতাল মঙ্গলবার ৫ জুলাই ২০২২ খ্রিঃ বেলা ১১ টায় উদ্বোধন করা হয়েছে।

উপস্থিতি ছিলেন, মো. কামরুল হাসান এনডিসি, সচিব দুর্যোগ ব্যবস্থাপনার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোঃ হাসান শাহরিয়ার কবির, বিভাগীয় পরিচালক চট্টগ্রাম, মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, বাংলাদেশ সেনাবাহিনীর ১০ ইউনিট রামু ক্যান্টনমেন্ট, জনাব জোহানেস ভ্যান ডের ক্ল, ইউএনএইচসিআর প্রতিনিধি প্রফেসর, ড. মারজাদি সেব্রিনা ফ্লোরা অতিরিক্ত পরিচালক জেনার, ডেসক্টর জেনারেল অফ হিথ ডেভিস, শাহ রেজওয়ান হায়াত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, মোঃ মামুনুর রশীদ, জেলা প্রশাসন কক্সবাজার, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব,

উখিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উখিয়া সদর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন কন্ট্রাক্টর, উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম সহ অসংখ্য দলীয় নেতাকর্মী, মিডিয়া কর্মী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই প্রকল্পটি জাপান সরকার এবং জনগণের দ্বারা অর্থায়ন করেছে। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার ও উখিয়ায় নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুরোধ জানিয়েছেন বক্তারা।